নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) বিকেলে রংপুর-বদরগঞ্জ সড়কে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন দিনাজপুর জেলার জালালপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বদরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রংপুরে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। এ সময় পাকেরমাথা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য ফরহাদ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রংপুর মেট্রোপলিটনের একটি থানায় কর্মরত ছিলেন।
এম২৪নিউজ/আখতার