ভোট কেন্দ্র পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

অনলাইন ডেস্ক:

আজ ২৯ মে ২০২৪খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ (৩য় ধাপ) নির্বাচন-২০২৪ উপলক্ষে রংপুর সদর ও গংগাচড়া উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর; জনাব এস এম রশিদুল হক পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; জনাব মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর।

এ সময় সম্মানিত ডিআইজি মহোদয় ভোটার ও মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেন। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে উপস্থিত সকল ভোটার , এলাকাবাসী, প্রার্থী ও তাদের এজেন্টগণ স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বরত জেলা পুলিশ রংপুরের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ-সহ রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-29.05.2024]

এম২৪নিউজ/আখতার

Leave a Reply