মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রংপুরে প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক:

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রংপুর মহানগরীর লালবাগ মোড় হতে বের হয়ে মেয়রের মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইমতিয়াজ ইমতি, মো. সাজ্জাদ হোসেন পৃথিবী ও নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা দেখে আসছি ভারতের জনগণ ও সরকার মুসলমানদের প্রাণ হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করে আসছে। তারই ধারাবাহিকতায় হিন্দু পুরোহিত কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করলেন। আমরা ভারতকে স্পষ্ট বলে দিতে চাই, আর যদি ইসলাম সম্পর্কে ও রাসূল (সা.) সম্পর্কে কোনো কটূক্তির চক্রান্ত করা হয় তাহলে আপনারও নিরাপদ বোধ করবেন না।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply