রংপুরের তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন ।। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

নিউজ ডেস্ক:

রংপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরইমেধ্য ঠাণ্ডাজনিত রোগ দেখা দিয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে দুই দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় শতাধিক রোগী ভর্তি হয়েছে। 

রংপুর আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বুধবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এবারের শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। রংপুর সিভিল সার্জন অফিস ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ জন বলে উল্লেখ করেছেন।

তিস্তা নদী এলাকার গঙ্গাচড়া, কাউনিয়া উপজেলার চর এলাকা মুটুকপুর, কচুয়া, নোহালী, চর জয়রাম ওঝা, আলালের চর, মর্নেয়ার চরসহ ৩০টি চরে বসবাসরত মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে জীবনযাপন করছে। চর এলাকায় এখনো সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জান জানান, এ পর্যন্ত রংপুরের আট উপজেলার দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রায় ৫০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল রংপুরের কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা, রংপুর সদর, হারাগাছ ও বদরগঞ্জ পৌরসভায় বিতরণ করা হয়েছে। হাতে রয়েছে আরো ১৫ হাজার কম্বল। এখন যেখানে দরকার হবে, সেখানে বিতরণ করা হবে।

ছবি- কালেরকন্ঠ, তথ্যসূত্র: ডেইলী বাংলাদেশ।