রংপুরের মানুষ শান্তিপ্রিয় ও ভালো: আইজিপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের মানুষ শান্তিপ্রিয় ও ভালো উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রংপুরের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ এলাকার মানুষের মধ্যে আন্তরিকতা রয়েছে। আইনশৃঙ্খলা বজায়ে তারা যথেষ্ট আন্তরিক। এ কারণে সবচেয়ে ভালো অফিসারদের রংপুরে দিয়ে থাকি উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা অডিটরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, জঙ্গি সন্ত্রাস যেখানেই মাথা চাড়া দিয়ে উঠে সেখানেই প্রতিহত করতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ। মাদক, যানজট এবং জুয়া সার্বক্ষণিক চাপ রেখে এর উপর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। জঙ্গি দমনে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে গোয়েন্দা পুলিশ সবসময় তৎপর। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশ গড়তে রংপুরবাসীর কাছে সব ধরনের সহযোগিতা আশা করেন তিনি।

এর আগে পুলিশ প্রধান সুরভী উদ্যানের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিথিরা জেলা শিল্পকলা অডিটরিয়ামে আরপিএমপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সুধী সমাবেশ মিলিত হয়। সমাবেশের শুরুতে মেট্রোপলিটন পুলিশের গত ৫ বছরের কার্যক্রমের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন শেষে কেক কেটে ৬ বছরে পদার্পণের শুভ সূচনা করেন আইজিপি।

এতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের আহবায়ক বকুলসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এম২৪নিউজ/কবির

Leave a Reply