নিউজ ডেস্ক:
রংপুরে জুয়ার আসর থেকে দুই যুবদল নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হেফাজার মিয়ার ছেলে ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, বকসি পাড়ার খালেদ হোসেন লাইজুর ছেলে যুবদল নেতা হাসিব বাবু, বাবু মিয়ার ছেলে গোলাম রাব্বানী, রাজু মিয়ার ছেলে আল-আমিন, মৃত আফজাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন, মৃত কাশেম মিয়ার ছেলে মনির হোসেন ও মৃত আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম। তারা সবাই সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজার এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি বজলুল রশিদ জানান, সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাবে নিয়মিত জুয়ার আসর বসে। শুক্রবার পোপন তথ্যের ভিত্তিতে রাতে ক্লাবটিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঐ সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ সেট তাস ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার