নিউজ ডেস্ক:
ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার দায়ে শ্যামল কুমার রায় ওরফে শিমুল (২৩) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত।
রোববার (৬ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমীন তালুকদার জানান, কোরআন শরীফের ব্যঙ্গ চিত্র দিয়ে মহানবীকে (সা.) কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জের হরবানিনগর এলাকার চিত্তরঞ্জন রায়ের ছেলে শ্যামল কুমার রায় ওরফে শিমুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ২২) করেন স্থানীয় কামরুজ্জামান রাজু।
এ ঘটনায় পুলিশ চার্জশিট দিলে ভার্চুয়াল ও সাক্ষীদের সাক্ষ্য শেষে রংপুর সাইবার ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ রোববার এ রায় দেন। রায়ে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
পিপি রুহুল আমীন তালুকদার জানান, রায়ের সময় দণ্ডপ্রাপ্ত শ্যামল আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস থেকে দণ্ড কার্যকর হবে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননা প্রতিরোধে বার্তা দেবে বলেও জানান পিপি।
আসামিপক্ষের আইনজীবী শিপন সাহা বলেন, ‘এ রায়ে ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে এ নিয়ে আপিল করব।’ সময়
এম২৪নিউজ/আখতার