রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রংপুর অফিস:

রংপুরে “বিশ্ব পরিবেশ দিবস-২০২২” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান জেলা প্রশাসকের এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার রংপুর।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং পরিচালক পরবেশ অধিদপ্তর রংপুর সৈয়দ ফরহাদ হোসেন।

আজ রোববার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply