অনলাইন ডেস্ক:
রংপুরে খালাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় আলী নামে এক অটোচালককে মাথায় আঘাত করে হত্যার পর মুখ ও গোপনাঙ্গ অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের খালু মোক্তার হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার এ তথ্য জানান র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর এ এইচ এম উমর ফারুক।
তিনি জানান, রোববার সকালে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কাটাবাড়ি জমিদারপাড়া বিল এলাকার একটি মরিচ ক্ষেত থেকে অটোচালক মো. আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মোক্তার হোসেন নিজে বাদী হয়ে মামলা করেন। নিহতের বড় ভাইয়ের পরিবর্তে খালু মামলার বাদী হওয়ায় বিষয়টির অনুসন্ধান শুরু করে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মিঠাপুকুর উপজেলার আলীপুর থেকে মোকছেদুল ইসলামের ছেলে রেদোয়ান মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ঘটনার সঙ্গে জড়িত ইসলাম মিয়া ও মোক্তার হোসেনকে গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, খালু মোক্তার হোসেনের পরিকল্পনা অনুযায়ী রোদেয়ান মিয়া রিজার্ভ ভাড়ার কথা বলে আলীকে জমিদারপাড়া বিলের কাছে মরিচ ক্ষেতে নিয়ে যায়। সেখানে মোক্তার হোসেন মাথায় রড দিয়ে আঘাত করলে আলী মাটিতে লুটিয়ে পড়ে। তার মৃত্যু নিশ্চিত করতে গোপনাঙ্গসহ সারা শরীরে অ্যাসিড ঢেলে দেয় রেদোয়ান। সেই সঙ্গে অটোরিকশার ব্যাটারিও খুলে নিয়ে যায়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর এ এইচ এম উমর ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রেদোয়ান ও ইসলাম মিয়া জানিয়েছে মোক্তার হোসেনের মেয়ের সঙ্গে আলীর প্রেমের সম্পর্ক ছিল। সেটা মোক্তার হোসেন মেনে নিতে পারেনি। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন। তথ্যসূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার