রংপুর অফিস:
রংপুর সদর উপজেলার পাগলা পীর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের কাছে যাত্রিবাহী বাসচাপায় মোটরসাইকেলের আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সিমু শাহেদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিল। এ সময় বাসটি পাগলা পীর এলাকায় রংপুর থেকে তারাগঞ্জগামী মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল সরকার ও এক পথচারী নিহত হন।
নিহত মোটরসাইকেল আরোহী হেলাল সরকারের বাড়ি জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াল কুঠি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে। অপরজকে পুলিশ চিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় জনতা রংপুর দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এলাকা বাসী। যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।পরে পুলিশের হস্থক্ষেপে স্বাভাবিক হয়েছে।
রংপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব মোরশেদ জানান, দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এম২৪নিউজ/আখতার