রংপুরে বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন, ৬০০ মুরগির মৃত্যু

রংপুর অফিস:

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এক খামারির বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গরম সহ্য করতে না পেরে খামারের ৬০০ মুরগি মারা গেছে। সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ অফিস।

এতে খামারী হাসানুর রহমান (২২)এর প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় সদর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন খামারী হাসানুর রহমান। তিনি বিদ্যুৎ বিল বকেয়া না থাকার দাবি করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন হাসানুর। গত ফেব্রুয়ারীতে তিনি ৭ হাজার ২০০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে নতুন করে সংযোগ নিয়ে মুরগির খামার শুরু করেন।

পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে ২৪ হাজার টাকা বকেয়া বিল থাকার অভিযোগে গত কাল বৃহস্পতিবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় হাসানুর বাড়িতে ছিলেন না এবং তাকে না জানিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখেন হাসানুর। এ অবস্থায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে, খামারে থাকা ৬০০ মুরগি গরম সহ্য করতে না পেরে মারা গেছে। বিকেলে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

খামারী হাসানুর রহমান বলেন, আমার কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। আগের সব বকেয়া পরিশোধ করে নতুন সংযোগ নিয়ে খামার ব্যবসা শুরু করেছি। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে না জানিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন আমার পথে বসার উপক্রম।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিল বকেয়া না থাকার বিষয়টি সত্য নয়। লেজার বুকে তার ২৪ হাজার টাকা বকেয়া রয়েছে। হিট লিস্টে নাম থাকায় হেড অফিসের নির্দেশনা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

থানায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এই বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply