নিউজ ডেস্ক:
লেখক সংসদ রংপুর এর ৮০৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে সাংবাদিক চঞ্চল মাহমুদের উপস্থাপনায় ডঃ মোঃ শফিউল হক সাহেবের মাধ্যমে পবিত্র কালামে পাক তেলাওয়াতের মধ্য দিয়ে আসর শুরু হয়।
উক্ত আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য লেখক কবি মো আজহারুল ইসলাম আল আজাদ।
প্রবন্ধ উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা ডঃ মোঃ শফিউল হক ও মোহাম্মদ রেজাউল করিম মুকুল, পল্লীগিতি পরিবেশন করেন মো আব্দুস ছালাম বক্তব্য প্রদান করেন মো চাঁদ মিয়া ও সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, সাপ্তাহিক আসর শেষে রংপুর জজ কোটের ৫তম বার নির্বাচিত সভাপতি পাবলিক প্রসিকিউটার মো আব্দুল মালেক কে লেখক সংসদ রংপুর এর পক্ষ থেকে ফুলের শুভেচছা প্রদান করা হয়। আগামী শনিবার সাপ্তাহিক আসর একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।
এম২৪নিউজ/আখতার