নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন হামলা চালিয়েছে। হামলায় কারা কারা ছিলেন তাদের কয়েকজনের নাম বলেছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষায় হামলাকারীদের পরিচয় :
হামলায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপস্কুলবিষয়ক সম্পাদক খাজা খায়ের সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী এস এম হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানভীর শিকদার, জসীমউদ্দীন হল ছাত্রলীগের ইমরান আহমেদ, বিজয় একাত্তর হল ছাত্রলীগের রবিউল ইসলাম, এফ রহমান হল ছাত্রলীগের আব্দুল আলিম খান, শহীদুল্লাহ হল ছাত্রলীগের হোসাইন আহমেদ সোহান, জহুরুল হক ছাত্রলীগের কামাল উদ্দিন রানা, সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী সূর্যসেন হল ছাত্রলীগের মারিয়াম জামান খান সোহান, বঙ্গবন্ধু হল সংসদের জিএস মো. মেহেদী হাসান শান্ত, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ আরও অনেকে।
রবিবার দুপুর পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত ডাকসু কার্যালয়ে ভিপি নুরের কক্ষে ও ভবনের সামনে হামলা চালানো হয়। হামলায় নুর ও তার সংগঠনের ৩১ নেতাকর্মী আহত হন। এদিকে ঘটনার পর থেকে ডাকসুর সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে। কে বা কারা ফুটেজগুলো নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের শতাধিক নেতাকর্মী নুরের কক্ষে ঢুকে লাইট বন্ধ করে হাতুড়ি, রড, লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায়। পিটুনির একপর্যায়ে ভিপি নুর জ্ঞান হারিয়ে ফেলেন। তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। এছাড়া একজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এ সময় ডাকসু ভবনের কাচ ভাঙচুর করে হামলাকারীরা। পরে ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে আহতদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভিপি নুর বেঁচে আছেন না মারা গেছেন, তা বিবেচ্য নয়।’
হামলায় ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো কর্মী হামলার সময় ছিল না। মধুর ক্যান্টিন থেকে কিছু উত্সুক ছেলে সেখানে গিয়েছিল।’
এদিকে ঘটনার পর দিন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সূত্র: ইত্তেফাক অনলাইন।