গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জ সদর উপজেলায় হামিদুল শরীফ নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার গোপীনাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি।  

সদর থানার ওসি (তদন্ত) হযরত আলি জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হামিদুল শরীফ গোপানাথপুর বাজার থেকে ভ্যান গাড়িতে করে বাড়ি যাবার পথে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে পৌঁছালে কে বা কারা মোটরসাইকেলে এসে কিছু না বলেই তাকে লক্ষ্য করে বুকে গুলি করে পালিয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার