নারায়ণগঞ্জের জাল টাকার কারখানার সন্ধান, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানা জব্দ করেছে র‌্যাব। এসময় জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধা (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তার কাছ থেকে বাংলাদেশি ১৪টি ১০০ টাকার জাল নোট ও স্ক্যানারসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

শনিবার গভীর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় ওয়াকিল ভূঁইয়ার বাড়িতে র‌্যাব-১১ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মিরাজ মৃধা ওই বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি আড়ালে বৈধ জাল টাকা তৈরি করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

রবিবার দুপুরে র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার মিরাজ মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ওয়াকিল ভূঁইয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে বিক্রয় করে আসছে। জাল টাকা তৈরির সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করেছে। রাতারাতি ধনী হওয়ার লোভের বশে সে জাল টাকা তৈরির অবৈধ কাজে লিপ্ত হয়। নিজের বাসায় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে তৈরি করা জাল টাকা নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় জনসাধারণের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার