নারায়ণগঞ্জে একসঙ্গে ৯ গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক:

হেফাজতে ইসলামের ডাকা রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৪ জন আহত হয়েছে। তবে সন্ধ্যায় একসঙ্গে ৯ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পর্যন্ত এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা য়ায়, সন্ধ্যায় সাড়ে ৬টায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে দুর্বৃত্তরা গাড়িগুলোতে আগুন দেয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাইনবোর্ড এলাকায় কয়েক দফায় পুলিশ ও বিজিবির সদস্যরা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে ছয়জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পশ্চিম ঢাল, শিমরাইল চৌরাস্তা, ইউটার্ন, মাদানিনগর মাদরাসা, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় হেফাজতের নেতাকর্মীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন। ইউটার্ন এলাকায় আন নূর তাহফিজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের নেতৃত্বে অবস্থান নেন হেফাজত কর্মীরা। পরবর্তীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা।

র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ফাঁকা গুলি ছোড়েন। এতে সংঘর্ষ বাধে। এ সময় মো. শফিকুল ইসলাম (৬৭), শাহাদাত (৩৫) ও শাকিলসহ (৩২) কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশসহ ১৪ জন।

একপর্যায়ে হেফাজত নেতাকর্মীরা কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন। এছাড়া অ্যাম্বুলেন্স, সংবাদ মাধ্যমের গাড়িসহ অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হলে একটি বাস, একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আবার আগুন দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে আনা হয়েছে। তারা হলেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় হেফাজত ইসলামের ডাকা হরতালের সময় সাজ্জাদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও সানারপাড় এলাকায় মো. শাকিল (২৬) নামে এক ফার্নিচার মিস্ত্রী সকালে গুলিবিদ্ধ হয়েছেন।

হরতাল বিষয়ে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, শহরে হেফাজতের নেতাদের সঙ্গে কথা বলে পিকেটিং থেকে নিবৃত করা হয়েছে। তারা রাস্তায় যানবাহনে আগুন দিয়েছিল। পরে পুলিশ গিয়ে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

তিনি বলেন, হেফাজত নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে অ্যাকশনে যায় পুলিশ। সংঘর্ষের সময় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কতজন আহত হয়েছেন তা জানা নেই। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply