নৌকায় মাঝনদীতে নিয়ে হাত-পা বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত রনি মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, গত ১২ এপ্রিল বিকেলে ওই কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। ওই সময় রনি মিয়া ওই কিশোরীকে একা পেয়ে ১৪ এপিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটিকে নৌকায় রেখে পালিয়ে যান ধর্ষণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুলছড়ি থানায় গণধর্ষণ মামলা করেন। ওই মামলায় শনিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রনি মিয়াসহ আরো বেশ কয়েকজন মিলে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত রনি মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply