নিউজ ডেস্ক:
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় কষ্টিপাথরসহ হাসিবুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে হাসিবুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদলাতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকা থেকে তাকে পাথরসহ হাতেনাতে আটক করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।
আটক হাসিবুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশের জানায়, মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ এলাকা দিয়ে একটি প্লাস্টিকের লাল ব্যাগে পাথরটি ভারতে পাচারের জন্য বহন করছিলেন হাসিবুল ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ হাসিবুল ইসলামের গতিরোধ করে। পুলিশকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে ব্যাগ তল্লাশিকালে একটি কালো রঙের পাথর পায় পুলিশ।
পরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের একটি জুয়েলার্সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি কষ্টিপাথর বলে নিশ্চিত হওয়া যায়। এর ওজন ৭৬৫ গ্রাম। যুবক হাসিবুলের বিরুদ্ধে মূল্যবান কষ্টিপাথর ভারতে পাচারের দায়ে মামলা করা হয়েছে। বুধবার তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পাথরটি বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার