নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক থেকে ফেরার পথে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিষকা ইউনিয়নের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা মিলে দুই পিকআপ এ করে পিকনিক করতে দুর্গাপুরে আসে।
পিকনিক শেষে বাড়ি ফেরার পথে শান্তিপুর এলাকায় পৌঁছালে দুর্গাপুরগামী ট্রাকের সাথে তাদের বহনকরী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
দুর্গপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।