বাড়ীর ছাদ থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর ছাদে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের মালেনী পাড়ায়।

জানা গেছে, গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের মালেনীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে প্রবাসী মুসা মিয়ার বাড়ীর ছাদে মুসা মিয়ার মেয়ে মিম আক্তার (১৪) এর ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।

পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ সনাক্ত করতে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করেছেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply