বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার কদমতলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুর বীরগঞ্জের নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)। তারা দুইজনই এনজিও কর্মী।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোমার নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলো। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল করে ওই দুই আরোহী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। কদমতলি নামক এলাকায় বাসের চাপায় তারা নিহত হন।

 ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply