নিউজ ডেস্ক:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের পাশে স্থাপিত মাছ-মুরগিরর খাদ্য উৎপাদনকারী একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরের দিকে স্পেক্ট্রা হেক্সা গ্রুপের ‘মেগা ফিড’ কারখানায় আগুনের সূত্রপাত হয়।
শিবালয় আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মজিবার রহমান জানান, সোমবার বেলা ১.২০ মিনিটে কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।