নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে একদিনে নতুন করে আরও ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। এ নিয়ে আটদিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ১০৫ জন।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচজন, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের দুজন করে এবং পঞ্চগড়ের একজন রয়েছেন।
একই সময়ে বিভাগে ২ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলার ২৩৪, ঠাকুরগাঁওয়ের ১৫১, দিনাজপুরের ১২৩ জন, গাইবান্ধার ১১০, পঞ্চগড়ের ৬৩, নীলফামারীর ৬২, কুড়িগ্রামের ৫৯ ও লালমনিরহাটের ৩১ জন রয়েছে। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১ হাজার ৬৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে মারা যাওয়া ১২জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৬২৪ জন। এর মধ্যে দিনাজপুর জেলার ২১৬ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১১৪, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৯, কুড়িগ্রামের ৩২, গাইবান্ধার ৩১ ও পঞ্চগড়ের ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন।
বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এ ছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা ও স্থলবন্দর থাকা জেলাগুলোতে বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
এম২৪নিউজ/আখতার