নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের কাজিপুরে পিতা-পুত্রের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে শনাক্ত হওয়ার পর ‘তারা বাড়ি ছেড়ে পালিয়েছেন’ বলে খবর পাওয়া গেছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ২২ এপ্রিল সর্দি-জ্বর নিয়ে ওই পিতা-পুত্র জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসকদের সন্দেহ হলে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
আক্রান্তদের বাড়ি কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে। পেশায় মুদি দোকানী বাবার বয়স ৬৪ এবং ফার্মেসি ব্যবসায়ী ছেলে বয়স ৩৫ বছর।
তবে শনাক্ত হওয়ার সংবাদ পাওয়ার পরই তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
করোনা সংক্রমণের আশঙ্কায় মনসুরনগরসহ যমুনা নদীর পশ্চিমপাড়ের ছয়টি ইউনিয়ন কয়েক দিন আগেই লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল চারজন। এরআগে বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।