৭ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের আজকের কর্মকাণ্ড

অনলাইন ডেস্ক:

রংপুরের সাতটি জেলায় জেলা প্রশাসন কর্তৃক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স কমিটি নিয়মিত বাজার মনিটরিং করছে। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) টাস্কফোর্স কমিটির কর্মকাণ্ড সম্পর্কে প্রাপ্ত তথ্যাদি নিম্নে উপস্থাপন করা হলো- 

রংপুর জেলা:

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৫টা পর্যন্ত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ছাত্র প্রতিনিধি অভিযান চালায়। তারা রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ধর্মদাস ও ময়নাকুটি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ভাই ভাই বাণিজ্যালয়সহ তিটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।

পঞ্চগড় জেলা:

আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টাস্কফোর্স কমিটির সদস্য জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোছা. মুয়াল্লেমা খানম পঞ্চগড় জেলা শহরের সদর বাজার মনিটরিং করেন। এতে কোনো দোকানির অনিয়ম না পাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি।

ঠাকুরগাঁও জেলা:

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালায়। তারা জেলার কালিবাড়ি ও গোবিন্দনগর বাজার পরিদর্শন করেন। তবে, অনিয়ম না পাওয়ায় কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করেননি তারা।

দিনাজপুর জেলা:

এদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালান। এ সময় বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে ক্রয়-বিক্রয় মূল্য তালিকা দেখাতে না পারা ও মূল্যতালিকা না ঝোলানোর অপরাধে মুদি দোকানি ভোজন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লালমনিরহাট জেলা:

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও লালমনিরহাট জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মাসুম উদ দৌলা অভিযান চালান। এ সময় লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজার ও সাপটিবাড়ি বাজারে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় মূল্য তালিকা দেখাতে না পারা ও মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে বিসমিল্লাহ ফলের ভান্ডার, আলম স্টোর মুদি দোকানি, সালাম ট্রেডার্স চাউলের দোকানি ও হুমায়রা ট্রেডার্স মুদি দোকানিকে মোট ৯ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নীলফামারী জেলা:

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফদরের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শামসুল আলম অভিযান চালান। এ সময় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন কামারপুকুর ও কুন্দপুকুর এলাকায় ২টি আলুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে নুরুন্নবী ও আশরাফুল নামের দুইজন আলু ব্যবসায়ীকে ক্রয়-বিক্রয়ের ভাউচার দেখাতে না পারার অপরাধে যথাক্রমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুড়িগ্রাম জেলা:

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের জিয়া বাজার মনিটরিং করেন। এ সময় আলু, ডিম, পেঁয়াজের পাইকারি ও খুচরা বিক্রেতাদের ক্রয় ভাউচার সংগ্রহ ও সংরক্ষণ, মূল্য তালিকা টাঙানোর বিষয়ে নির্দেশনা প্রদানের পাশাপাশি মুদি দোকানগুলো হতে মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার ও ধ্বংস করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply