ইয়াবাসহ ধরা পড়ে বললেন তিনি ‘ফেসবুক সাংবাদিক’

অনলাইন ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ আল বিরুনী শিপুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার এসআই রুম্মান হাসান।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  শিপুল বগুড়া সদর উপজেলার মথুরা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ওই সময় শিপুল নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। কিন্তু কোনো গণমাধ্যমের পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। পরে এক সময় নিজেকে ‘ফেসবুক সাংবাদিক’ হিসেবে পরিচয় দেন শিপুল।

শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, শিপুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply