একই পরিবারের ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে মাদক নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে থানা পুলিশ একই পরিবারের চিহিৃত ৭মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুহস্পতিবার গভীর রাতে ফরিদপুরের মধুখালী থানা পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম, এস আই সাজ্জাদ হোসেন ও এস আই আশুতোষ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিন বোনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

একই পরিবারের তিন বোন, ভাই,ভাগিনাসহ গ্রেফতারকৃতরা হলো অসিমা, পুস্প ও রুপালী তাদের সহযোগী বরজ, যতন, স্বপন দত্ত ও চিনু রানি দত্ত। এদের নামে পৃথক দুটি মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত অসিমা দাসের নামে মধুখালী থানায় ৬টি, রুপালী দাসের নামে ৪টি, পুস্প রানির নামে একটি তাদের সহযোগী বরজের নামে ৫টি, স্বপনের নামে ২টি ও যতনের নামে একটি করে মাদম মামলা রয়েছে। মধুখালী থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।