ওসির সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট আসামিদের!

অনলাইন ডেস্ক:

দ্রুত বিচার আইনের মামলাসহ ছিনতাই, মাদক ও মারামারি মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ফটোসেশন করে বিতর্কিত হলেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। আসামিরা রবিবার রাতে নিজের ফেসবুক আইডি থেকেই ওসির সঙ্গে ঐ সেলফি ও ফটোসেশনের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়।

জানা গেছে, সারা দেশের মতো বাউফল থানায় ৭ই মার্চ আনন্দ উত্সবের আয়োজন করা হয়। ঐ দিন বিকালে থানা চত্বরে আলোচনাসভা ও সন্ধ্যার পর গানবাজনার আয়োজন করা হয়। ঐ আনন্দ উত্সব চলাকালে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও দ্রুত বিচার আইনের মামলার (মামলার নম্বর ২৯ তারিখ ২৫/০২/২০২১) ১ নম্বর আসামি ফয়েজ বিশ্বাস, ২ নম্বর আসামি মামুন হাওলাদার, ৩ নম্বর আসামি কবির মৃধা, ৯ নম্বর আসামি হাসান দফাদার ও ১০ নম্বর আসামি আলাউদ্দিনসহ কয়েক জন সেলফি ও ফটোসেশন করে এবং তা ঐ রাতে নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে।

একটি মামলার বাদী মিজানুর রহমান অভিযোগ করেন, দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার কোনো আসামি আদালত থেকে জামিন নেয়নি। বরং তারা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। সেই আসামিদের সঙ্গে থানার ওসির সেলফি ও ফটোসেশনে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সব ব্যক্তিদের নামে ছিনতাই, মাদক ও মারামারির মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় তারা চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত। এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আনন্দ উত্সব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছিলেন। অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাদের মধ্যে কে আসামি আর কে আসামি না—তা আমি চিনতে পারিনি। সূত্র: ইত্তেফাক

এম২৪নিউজ/আখতার

Leave a Reply