অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সী টিকটক মাসুদ গণি মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সিলেটের টুকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ হবিগঞ্জ সদর উপজেলার অনন্তপুর গ্রামের মলাই মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার জানান, ফেসবুকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাসুদ। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।
পরে শ্রীমঙ্গল থানার পরিদর্শক মো. হুমায়ূন কবিরের সহায়তায় সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেটের টুকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করেন এসআই মো. আনোয়ারুল ইসলাম পাঠান। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার