অনলাইন ডেস্ক:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে বিভিন্ন জেলা থেকে মানব পাচারের শিকার হওয়া ১৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ওই কিশোরীদের ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের পরিবারের কাছে।
বুধবার(২০ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, ডিআইও-১ মো: সাউদুজ্জামান, ডিআইও-২ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া এক তরুনী বাদী হয়ে পল্লীর বাড়ীওয়ালী নাজমা বেগম (৫৫), ঝর্ণা বেগম (২৫) ও তাদের কেয়ারটেকার আনন্দকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা সকলেই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার