অনলাইন ডেস্ক:
রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এবং বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে যুবকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করেন। পরে তিনি বিষপান করেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার