অনলাইন ডেস্ক:
বাড়িতে কেউ না থাকার সুবাধে প্রেমিকাকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রেমিক আশিকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ধর্ষক আশিককে গ্রেফতার করেছে। সোমবার (৮ মার্চ) ভোরে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, ৩ মাস আগে ফকির বাড়ি এলাকায় ভাই ভাই স্পিনিং মিলের মহিলা শ্রমিক (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরার নাম করে একই মিলের গাড়ী চালক আশিক (২৫) তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষক উপজেলার পাঁচগাও চরপাড়া গ্রামের মোস্তফার ছেলে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী অন্ত:স্বত্তা হয়ে পড়লে সে আশিককে বিয়ের জন্য চাপ দেয়। আশিক বিয়ে করতে রাজী না হলে ভুক্তভোগী বাদী হয়ে রবিবার রাতে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সোমবার ভোরে ধর্ষক আশিককে উপজেলা সদর থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন পুলিশ। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার