অনলাইন ডেস্ক:
রাজশাহীর মোহনপুরে বিয়ের ১৮ দিন পর কিশোরী স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কারিমাকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ওই উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিষহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ ওই গ্রামের সরকার পাড়ার বয়জুল মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারুনের সঙ্গে ১৮ দিন আগে একই উপজেলার ধুরইল ইউনিয়নের ভিমনগরের বাসিন্দা কারিমার বিয়ে হয়। মঙ্গলবার রাতে সেহরি খাওয়ার জন্য হারুনকে ডাকতে বলেন তার মা। ওই সময় স্ত্রী কারিমা জানান- হারুনকে পরে সেহরি খাবে। এরপর হারুনের মা অনেকক্ষণ ডাকাডাকি করেও ছেলের সাড়া না পেয়ে ঘরে ঢুকে লাশ দেখতে পান। বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
মোহনপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হারুনের স্ত্রীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার