নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ কামারখন্দের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান (৩২) মারা গেছেন।
শনিবার রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেডিকেল রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিলো।
মা অধ্যক্ষ বুলবুল নাহার বকুলসহ তারা সবাই কানাডার নাগরিক। গত ফেব্রুয়ারি মাসে আসিফকে তার পরিবার বাংলাদেশে নিয়ে এসেছিল বিয়ে করাতে। বিয়েও করেছিলেন তিনি। শেষ পর্যন্ত মরণব্যাধী করোনা মৃত্যু হয়েছে তার।
লেলেকে হারিয়ে বাবা-মা দুজনেই পাগলের মতো আহাজারি করছে। তাদের কান্নার শব্দ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।