নিউজ ডেস্ক:
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউপির সাবেক ইউপি সদস্য মান্নান শেখকে ৩৪৫ কেজি সরকারি চালসহ আটক করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুকতাইল ইউপির পাইকেরডাঙ্গা গ্রামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারি এসব চাল উদ্ধার করে র্যাব। এ সময় সাবেক ইউপি সদস্যকে আটক করা হয়।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি চাল চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।