অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ফরাসি ফুটবলার এবং রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যম লেসেক্সটা একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান।
সম্প্রতি কোচিংয়ে বাজে সময় পার করছেন জিদান। সম্প্রতি অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।
তৃতীয় সারির আলকায়ানোর বিপক্ষে ২-১ গোলেও হেরেছে রিয়াল মাদ্রিদ। খারাপ সময়, বাজে পারফরম্যান্স- সবকিছুকে অজুহাত বানিয়ে এখন রিয়াল সমর্থকরা চাইছেন জিদানের বিদায়। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার