টাইগারদের দাপুটে বোলিংয়ে অসহায় উইন্ডিজরা

অনলাইন ডেস্ক:

টাইগারদের দাপুটে বোলিংয়ে যাওয়া আসা চলছে উইন্ডিজ ব্যাটসম্যানদের। সাকিব আল হাসান এবং মেহেদী হাসানের জোড়া আঘাতে কার্যত দিশেহারা উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ২৬ ওভার শেষে দলটি সংগ্রহ ৭৩/৭।

প্রথম ম্যাচের মতোই সুনিল আমব্রিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিংয়ের পর নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন দ্য ফিজ।

প্রথম ওভারে মাত্র একটি রান দেওয়ার পর টানা দুটি মেডেন, সঙ্গে সুনীল অ্যামব্রিসের উইকেট। দলীয় পঞ্চম ওভারে উইন্ডিজ ওপেনারকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান বাঁহাতি পেসার মুস্তাফিজ। ১০ রানে ভেঙেছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি।

ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় উইকেটটি নিয়েছেন মেহেদী হাজান মিরাজ। অভিষেক হওয়া খেলোয়াড় ওটলেকে ২৪ (৪৪) রানে সাজঘরে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ বলে মেহেদীর দ্বিতীয় শিকার ডি সিলভা ৫ (২২)।

এরপরের ওভারেই আসেন সাকিব আল হাসান। এসেই করেন আঘাত। শিকার করেন ম্যাকার্থিকে। এরপর রান আউটের শিকার হন মায়ারস।

দলটির দলীয় ৬৭ রানে ফের আঘাত হানে সাকিব। নিজের ঝুলিতে তুলে নেন আরও একটি উইকেট। এরপর পরের এক ওভার শেষে ২৫ তম ওভারে আঘাত হানে হাসান মাহমুদ। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার