সর্বাত্মক লকডাউনে থাকছে না মুভমেন্ট পাস

অনলাইন ডেস্ক:

দেশব্যাপী ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া বাইরে যাওয়া যাবে না। এছাড়া মুভমেন্ট পাসও থাকছে না।সোমবার দুপুরে এ তথ্য জানা গেছে।

এদিকে সর্বাত্মক লকডাউনে সব গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। সাধারণ ছুটির আদলেই এ ‘লকডাউন’ বাস্তবায়ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  

সর্বত্মক লকডাউন নিয়ে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। দোকানপাট, শপিংমল সব বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply