ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭ হাজারের বেশি

অনলাইন ডেস্ক:

ভারতে প্রতিদিন বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে কোভিড- ১৯ এ গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর সব মিলিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪.৭৩ লাখ।

এনডিটিভি জানিয়েছে, করোনা ভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। তবে ভারতের চেয়েও ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া।

এদিকে, ভারতে আক্রান্ত ও মৃত্যু বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বেড়েছে বেশ। এখন পর্যন্ত মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই লক্ষ ৮৫ হাজার ৬৩৭ জন মানুষ করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।