নবাগত ইউএনও এবং ওসি’র সাথে মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নবাগত ইউএনও এবং ওসি’র সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার।

এসময় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহরিয়ার রহমান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মিঠাপুকুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের আয়না। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে মিঠাপুকুরে ভালো কিছু করতে চাই। এজন্য মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা চাই।

নবাগত মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য একই। সাংবাদিকদের কাজ অনিয়ম তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা।

তিনি আরও বলেন, আমি এর আগে মিঠাপুকুরে তদন্ত অফিসার হিসেবে থাকাকালীন সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকরা সকলেই আমার পরিচিত। আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ প্রমুখ।

মতবিময় সভায় মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। ছবি- এম২৪নিউজ

এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, যুগ্ম সাধারন সম্পাদক মো: শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, দপ্তর সম্পাদক শাহীন মন্ডল, সদস্য মোতাহার হোসেন, মনিরুজ্জামান বিজয়, হাফিজুর রহমান মানিক, আব্দুল হালিম, বিপ্লব রহমান, আমিরুল কবীর সুজন, আনোয়ার হোসেন রাব্বি, শ্রী বিপুল চন্দ্র প্রমুখ।

প্রসঙ্গত. গত ৪ নভেম্বর সাবেক ইউএনও রকিবুল হাসানের বদলীজনিত কারণে পদটি শূণ্য হয়ে যায়। ওইদিন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন শাহরিয়ার রহমান। এরআগে তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। এদিকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গত ১৪ নভেম্বর মিঠাপুকুর থানায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply