মিঠাপুকুরে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

নিউজ ডেস্ক:

মিঠাপুকুরে জেঁকে বসেছে শীত। এই কনকনে শীতে চরম বিপাকে পড়ছে গরীব, অসহায় মানুষ। গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।

এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান ও জনস্বাস্থ্য প্রকৌশলী আজিজুল ইসলাম।

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও। ছবি- মিঠাপুকুর২৪নিউজ

এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম, কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বুধবার গভীর রাতে হঠাৎ করেই উপজেলার বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে ইউএনও’কে।

তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

কনকনে শীতের রাতে হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার ও শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply