স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাজমুল আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
নবাগত ইউএনও নাজমুল আলম এরআগে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত. সম্প্রতি সবেক ইউএনও জিল্লুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী করা হলে পদটি শূণ্য হয়ে যায়।
এম২৪নিউজ/আখতার