মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

আজ রবিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা শেষে মিঠাপুকুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের দুইশ বাড়ি। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঈদের উপহার হিসেবে এসব বাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো জানান, উপজেলার রাণীপুকুর ও লতিবপুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামে ভুমিহীন পরিবারের জন্য ২০০ বাড়ি নির্মান করা হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ বাড়ির কাজ শেষ পর্যায়ে। বাড়ির সাথে দলিল সহ দুই শতক জমি দান করা হবে। ঈদের উপহার হিসেবে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্স করে সারা দেশে এক যোগে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রতিটি বাড়িতে দুইটি রুম, রান্নাঘর, বারান্দা ও বাথরুম রয়েছে। প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই করে তাদেরকেই বাড়িগুলো দেওয়া হবে বলে জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা। 

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকার, সম্পাদক সবুজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক শামীম আখতার, সহ-সভাপতি রবি খন্দকার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনাসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply