স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। তিনি এই উপজেলার প্রথম নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে এ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে মিঠাপুকুর অফিসার্স ক্লাব। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) নূর-ই অলম সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা বৃতি ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী ইউএনও ও এসিল্যান্ডকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও শামীমা আখতার জেসমিনসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো. মামুন ভূঁইয়া ঠাকুরগাঁও এবং এসিল্যান্ড নূর-ই আলম সিদ্দিকী দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়েছেন। নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা বৃতি এরআগে গাজিপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড মাহমুদ হাসান মৃধা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
এম২৪নিউজ/আখতার