মিঠাপুকুরে টিসিবি’র পণ্য জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে মজুদ রাখা টিসিবি’র ১৬১ লিটার সোয়াবিন তেল ও ১৮ বস্তা চিনি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে উপজেলার শঠিবাড়ি বাজারে বদিউজ্জামান ওরফে পাতু ও নওয়াব আলী নামে দুই ব্যবসায়ীর গুদাম ঘর থেকে এসব পণ্য জব্দ করা হয়।

এসময় ওই দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী।

তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় শঠিবাড়ি বাজারে টিসিবি’র পণ্য অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। এমন সংবাদ পেয়ে যৌথ বাহিনী নিয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। এসময় বদিউজ্জামান ওরফে পাতু ও নওয়াব আলী নামে দুই ব্যবসায়ীর গুদাম ঘর থেকে ১৬১ লিটার সোয়াবিন তেল ও ১৮ বস্তা চিনি জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী বদিউজ্জামান ওরফে পাতুকে ৫০ হাজার ও নওয়াব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার