স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে রংপুর জেলা ভোক্তা অধিকার অধিদফতর ও র্যাবের-১৩ এর একটি আভিযানিক দল।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট গেনারপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল গুড় ধ্বংস ও জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার অধিদফতর এবং র্যাব -১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় সেখানে ভাই ভাই গুড় কারখানায় চিনি, ময়দা এবং কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় তৈরির সময় কারখানা মালিকসহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিক রতন মিয়া ও তার ছোট ভাইয়ের ৪৫ হাজার টাকা জরিমানা এবং কেমিক্যাল মেশানো গুড় ধ্বংস করা হয়।

অভিযানের সময় রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও র্যাব-১৩ এর উপ অধিনায়ক মেজর মইদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার