মো: শামীম আখতার |
প্রায় ছয় মাস আগে ঘর আলো করে এসেছে তিন জমজ সন্তান রুকাইয়া জান্নাত, আসাদুল্লাহ্ আল আরাফাত ও আল আমির হামজা। পরিবারে আনন্দের জোয়ার বইলেও সন্তানদের লালন-পালন আর চিকিৎসা ব্যয় নিয়ে বিপাকে পড়েন দরিদ্র বাবা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় কাটছিল মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর পুর্বপাড়া গ্রামের রবিউল-আজমিরা বেগম দম্পতির।
বিষয়টি জানার পর একসঙ্গে জন্ম নেওয়া ৩ সন্তান নিয়ে বিপাকে পড়া অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মিঠাপুকুর ইউএনও রকিবুল হাসান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে তাঁর কার্যালয়ে ডেকে ওই অসহায় পরিবারের হাতে শিশুদের জন্য প্রাথমিকভাবে খাবার হিসেবে দুধের প্যাকেট প্রদান করেন তিনি। এবং পরবর্তীতে আরো সহযোগীতার আশ্বাস দেন।
তিন জমজ সন্তানের বাবা রবিউল ইসলাম বলেন, একসাথে তিন সন্তানের বাবা হতে পেরে আমি খুবই খুশি। কিন্তু অভাবের তাড়নায় মানুষের কাছে হাত পেতে স্ত্রী, সন্তানদের খাওয়াতে হচ্ছে। মূলধন বলতে একটি দোকান ছিল। মা ও সন্তানের চিকিৎসার পিছনে সব শেষ। টাকার অভাবে সেটিও খুলতে পারছিনা। প্রতিবেশিদের সহযোগীতা ও গ্রামের ফি-সাবিলিল্লাহ তহবীল থেকে পাওয়া কিছু টাকা দিয়ে প্রায় ৬ মাস ধরে সন্তানদের নিয়ে কোন রকমে জীবন-যাপন করছি। এই দুঃসময়ে এ সহায়তা পেয়ে আমরা অনেক আনন্দিত। এসময় ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, এই শিশুগুলোসহ পরিবারটির অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে প্রাথমিকভাবে বাচ্চাদের জন্য খাবার হিসেবে দুধের প্যাকেট প্রদান করেছি। পরবর্তীতে আরো সহযোগীতা করা হবে।
এম২৪নিউজ/আখতার