মিঠাপুকুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাণীপুকুরে এই আলোচনা সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রউফ, মো: তছলিম উদ্দিন, শহীদ আকবর আলীর পুত্র মো: সাইদুল ইসলাম, মোখতার এন্টার প্রাইজের উপদেষ্টা মো: মনজুরুল আলম, কো-অর্ডিনেটর মির্জা মো: মিজু, অফিস ম্যানেজার মো: এনামুল হক, ফিল্ড ম্যানেজার রাঙ্গা মিয়া, সহকারী একাউন্ট ম্যানেজার মো: আরিফুজ্জামান ফুয়াদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখতার এন্টারপ্রাইজের চীফ একাউন্ট ম্যানেজার মো: ফজলে রাব্বি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply