স্টাফ রিপোর্টার:
হতদরিদ্র বৃদ্ধা ফেলানী বেওয়ার চলাফেরা করার জন্য হুইল চেয়ার ও বাসস্থানের ব্যবস্থা করে দিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার৷
আজ সোমবার সন্ধায় পঙ্গু বৃদ্ধা ফেলানীর জন্য একটি হুইল চেয়ার ও থাকার বাসস্থান তৈরীর জন্য ব্যবস্থা করেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাসিন্দা ফেলানি বেওয়া। বছর খানেক আগে তার দুই পা প্যারালাইজড আক্রান্ত হয়। এখন তিনি পঙ্গু। বয়সও হয়েছে। কোনও কাজ করতে পারেন না। তাই সন্তানদের অবহেলার পাত্রী। ফেলানীর জন্য থাকার জায়গা জোটেনি ভালো ঘরে। তাই গোয়াল ঘরে গরুর সাথেই ঘুমান তিনি। দীর্ঘদিন থেকে এভাবে চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে আসে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের। তিনি দ্রুত ফেলানীর বাড়িতে খাবর চাল, ডালনহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমকে পাঠান।
সোমবার সন্ধায় পঙ্গু বৃদ্ধা ফেলানীর জন্য একটি হুইল চেয়ার ও থাকার বাসস্থান তৈরীর জন্য ব্যবস্থা করেন।