একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।   

নিহত বিপুল বিপুল চন্দ্র রায় চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার সেট কুমারের ছেলে ও নিহত পারুল রাণী বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউপির বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। মরদেহ ঠাকুরগাঁও অধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।